ঢাকা:বিশ্বে এবারই প্রথমবারের মতো নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ছাড়িয়ে গেছে কয়লা থেকে উৎপাদিত বিদ্যুতকে। যুক্তরাজ্যভিত্তিক জ্বালানি–সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান অ্যাম্বার মঙ্গলবার (৮ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে বিশ্বব্যাপী সূর্য, বাতাস, পানিপ্রবাহসহ প্রাকৃতিক নবায়নযোগ্য উৎস থেকে মোট ৫ হাজার ৭২ টেরাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। বিপরীতে, একই সময়ে কয়লা পুড়িয়ে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৬ টেরাওয়াট।উল্লেখ্য, এক হাজার মেগাওয়াট সমান এক গিগাওয়াট এবং এক হাজার গিগাওয়াট সমান এক টেরাওয়াট।জীবাশ্ম জ্বালানির মধ্যে সবচেয়ে দূষণকারী উৎস হিসেবে পরিচিত কয়লা। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড ও গ্রিনহাউস গ্যাস নির্গত হয়, যা জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য অন্যতম দায়ী। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে দেশগুলো পরিবেশবান্ধব...