একপর্যায়ে হাটহাজারীর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে পৌঁছালে অস্ত্রধারীরা গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করতে থাকে। এতে গুলিবিদ্ধ হয়ে আবদুল হাকিম মারা যান। গুলিবিদ্ধ হন গাড়িচালকও। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্যে গুলি করে হত্যার এ ঘটনা ঘটে। নিহত আবদুল হাকিম (৫২) বিএনপির কর্মী ছিলেন। ঘটনার মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিডিওতে দুজনকে দেখা গেলেও গাড়ির আশপাশে আরও কয়েকজন অস্ত্রধারী ছিল। সরেজমিনে দেখা যায়, হাটহাজারীর মদুনাঘাট বাজারের পানি শোধনাগার কেন্দ্রের মূল ফটকের সামনে থেকে আনুমানিক ২০০ মিটার দূরে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। হত্যাকাণ্ডের ৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, সাদা রঙের প্রাইভেটকারটি পানি শোধনাগারের সামনে দাঁড়ানো ছিল। ভিডিওতে অন্তত পাঁচটি গুলির শব্দ শুনতে পাওয়া যায়। গুলি করা...