ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। এ খবর ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশের জনগণ। সাদিকুর রহমান সাদিক লিখেছেন, ‘শহিদুল আলমের নিরাপদে প্রত্যাবর্তন বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’ বেলাল রিজভী লিখেছেন, ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখে যাত্রারত কনশেনস জাহাজ থেকে বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলমকে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) আটক করেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই—তাঁর অবিলম্বে মুক্তি নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে।’ মো. আদনান সিকদার লিখেছেন, ‘শহিদুল আলমের নিরাপদে প্রত্যাবর্তন বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’ আসিফ ইকবাল ইরন লিখেছেন, ‘আলোকচিত্রী ও লেখক শহিদুল...