খুলনা: এপিসি ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ডা. শেখ বাহারুল আলমের বিরুদ্ধে স্ত্রী হত্যা ও স্বেচ্ছাচারী আচরণের প্রতিবাদে তার ২ মেয়ে সংবাদ সম্মেলন করেছেন। তারা হলেন শেখ তামান্না আলম ও ডা. তাসনুভা আলম। ডা. শেখ বাহারুল আলমের বিরুদ্ধে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের অভিযোগ এনেছেন তারা। শেখবাড়ির সাথে সুসম্পর্ক থাকায় নিজ বাড়িতে ও খুলনা বিএমএ’তে বসে আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ করছেন বলে জানিয়েছেন তারা। একই সাথে বাবার নানা অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ করায় যে কোন সময় তারা দুই বোন খুন বা অপহরণের শিকার হতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেন। বুধবার (৮ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ সব অভিযোগ তুলে ধরে ডা. শেখ বাহারের মেয়ে শেখ তামান্না আলম ও ডা. তাসনুভা আলম। লিখিত বক্তব্যে তামান্না আলম ৩৬ বছর আগে তার মায়ের হত্যার...