আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) যখন কোন রোগীকে দেখতে যেতেন অথবা তার কাছে যখন কোন রোগীকে আনা হতো, তখন তিনি তার সুস্থতার জন্য এই দোয়া পড়তেন, أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ اشْفِ وَأَنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا উচ্চারণ:আযহিবিল বা’সা রাব্বান-নাস ইশফি ওয়া আনতাশ-শাফী লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা য়ুগাদিরু সাকামান। অর্থ:কষ্ট দূর করে দিন হে মানুষের রব, শেফা দান করুন, আপনিই একমাত্র শেফা দানকারী। আপনার শেফা ছাড়া অন্য কোনো শেফা নেই। এমন শেফা দান করুন যা সামান্য রোগকেও অবশিষ্ট রাখবে না। (সহিহ বুখারি) অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে রাসুল (সা.) এ দোয়াটিও পড়তেন, অর্থ:দুশ্চিন্তার কারণ নেই, ইনশাআল্লাহ (পীড়াজনিত দুঃখ-কষ্টের কারণে) গুনাহ থেকে তুমি পবিত্র হয়ে যাবে। (সহিহ বুখারি) মুসলিম ভাইয়ের ওপর মুসলিম ভাইয়ের একটি হক...