ফরিদপুর: ফরিদপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধুরী (৪০) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (০৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত শাহিন চৌধুরী ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবী আবুলের মোড় গ্রামের মান্নান চৌধুরী ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবীর আবুলের মোড় গ্রামের ওই স্কুলছাত্রীকে আসামি বিভিন্ন সময় অঙ্গ-ভঙ্গিতে কু-প্রস্তাব দিতেন। কিন্তু স্কুল পড়ুয়া ওই শিক্ষার্থী প্রস্তাবে রাজি না হওয়ায় তার যাওয়া আসার পথে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ অপহরণ করার হুমকি দিতেন শাহিন চৌধুরী। ঘটনার...