গাজীপুরের কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযানে চোলাই মদ তৈরির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদ, কাঁচামাল ও তৈরির সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়। বুধবার সকালে উপজেলার ঠাকুরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ টিম। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের...