সাতক্ষীরা: সকালবেলা গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় উৎসবের আমেজ। শিক্ষার্থীরা বই হাতে উচ্ছ্বসিত, শিক্ষকেরা সেজেছেন পরিচ্ছন্ন পোশাকে। কারণ, সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন আসানে।মঙ্গলবার তিনি কলারোয়া উপজেলার গোপীনাথপুর, যুগিখালী ও বামনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পড়ার দক্ষতা যাচাই করেন তিনি। বিদ্যালয়ের শিশুদের সঙ্গে কথা বলেন জেলা শিক্ষা কর্মকর্তা।“তুমি কি ইংরেজি পড়তে পারো?” এমন প্রশ্নে তৃতীয় শ্রেণির রাফি অনায়াসে পাঠ্যবই থেকে পড়তে শুরু করে। পাশে থাকা শিক্ষক হাসেন গর্বে। শিক্ষার্থীদের সাবলীল পাঠদক্ষতা দেখে সন্তোষ প্রকাশ করে রুহুল আমীন বলেন, “শিক্ষকদের আন্তরিক পরিশ্রমেই শেখার আনন্দ ফিরে এসেছে।শিশুদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠছে-এটাই সবচেয়ে বড় অর্জন।”তবে শিক্ষার উজ্জ্বল চিত্রের আড়ালে রয়েছে কিছু কষ্টের বাস্তবতা। গোপীনাথপুর ও যুগিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশবøকের নির্মাণকাজ বন্ধ থাকায় শিক্ষক...