রাঙ্গামাটিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের প্রস্তুতি কর্মশালা NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। রাঙ্গামাটি:টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় টাইফয়েড ভ্যাক্সিনেশন বিষয়ে স্কাউট ও গার্লস গাইডদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল, ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিসেফ বাংলাদেশ-এর অর্থায়নে এই ওরিয়েন্টেশন কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ।কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. প্রতীক সেন, জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা এবং রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বনিক। এছাড়াও গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মিজ...