রংপুর জেলা বিএনপির সদস্যসচিব ও ত্যাগী রাজনীতিবিদ আনিছুর রহমান লাকু আর নেই। বুধবার সকাল ৭টা ১০ মিনিটে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। রংপুর মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, আনিছুর রহমান লাকু দলীয় কাজে ঢাকায় অবস্থান করছিলেন। সেখান থেকে রংপুরে ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আনিছুর রহমান লাকু রংপুর নগরীর নুরপুর এলাকার বাসিন্দা ছিলেন। রাজনীতিতে তাঁর শুরু ছাত্রজীবনে, ছাত্রদলের মাধ্যমে। তিনি একাধারে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের...