ঢাকা: রসায়নবিজ্ঞানে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী—সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমার এম ইয়াগি।বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করে। তারা ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ (MOFs) নামে পরিচিত একটি বিশেষ আণবিক কাঠামোর উদ্ভাবনের জন্য এবারের রসায়নের নোবেল লাভ করেছেন।নোবেল কমিটি জানিয়েছে, এই বিজ্ঞানীরা এমন কাঠামো তৈরি করেছেন যেগুলোর মধ্যে বড় ফাঁকা জায়গা রয়েছে এবং যেগুলো দিয়ে বিভিন্ন গ্যাস ও রাসায়নিক পদার্থ সহজে প্রবাহিত হতে পারে।এই মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস ব্যবহার করে মরুভূমির বাতাস থেকেও পানি আহরণ করা যায়, কার্বন ডাই-অক্সাইড গ্যাস আটকে রাখা যায়, বিষাক্ত গ্যাস জমা রাখা সম্ভব এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়ানো যায়।এই উদ্ভাবন শিল্প, পরিবেশ ও জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলেও জানিয়েছে সুইডিশ...