নির্বাচনকালীন সরকারের কথা শোনেননি, বর্তমান অন্তর্বর্তী সরকারই নির্বাচন করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। সবকিছু মিলে রাজনীতি নির্বাচন কোন দিকে যাচ্ছে। নির্বাচন কি আসলে হবে? বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য হচ্ছে না। নির্বাচনের আগে বিচার কতটা দৃশ্যমান হবে- এসব বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমি মনে করি যে পরিস্থিতি একদমই স্থিতিশীল আছে। শুধু যে অন্তর্বর্তী সরকার বলেছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে তা নয়, সব রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে ইলেকশনের পক্ষে তাদের কার্যক্রম শুরু করেছে। ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এখানে প্রশ্নবোধক চিহ্ন তোলার আর কোনো সুযোগ বা অবকাশ আছে বলে আমরা মনে করছি না।’ তিনি বলেন, দ্বিতীয়ত হচ্ছে সংস্কার ও বিচার।...