নারায়ণগঞ্জ: শিক্ষক দিবস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক সভা করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় সোনারগাঁ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।সভা শেষে ফলদ, বনজ ও ফুলের চারা বিতরণ করা হয়। কালের কণ্ঠের সোনারগাঁ উপজেলা প্রতিনিধি গাজী মোবারকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সভা উদ্বোধন করেন ঢাকা বিভাগের নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও জাতীয় পর্যায়ে গুণী প্রধান শিক্ষক বি আর বিলকিস। বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সচেতনতা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও শিক্ষানুরাগী সাদিকুর রহমান সেন্টু, মেঘলা টিভির চেয়ারম্যান জহিরুল ইসলাম সিরাজ, শাহ ইরানী, মাহমুদা আক্তার, শামীমা আক্তার ও ইশরাত জাহানসহ অনেকে। সোনারগাঁ উপজেলা বসুন্ধরা শুভসংঘের সদস্য সচিব মোস্তাক আহমেদ, বসুন্ধরা শুভসংঘ সোনারগাঁ উপজেলা শাখার...