আফগানিস্তানের বিপক্ষে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে বল হাতে আলো ছড়িয়েছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। সিরিজ সেরার পুরস্কারও জিতেছিলেন তিনি। এবার আইসিসি থেকে পেলেন সেটির স্বীকৃতি। ব্যাটহাতে আলো ছড়ানো সাইফ হাসানও পেয়েছেন পুরস্কার। আজ বুধবার (৮ অক্টোবর) পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে বড় লাফ দিয়েছেন নাসুম। ব্যাটিংয়ে এগিয়েছেন সাইফ ও তানজিম হাসান তামিমও। আফগানদের মাটিতে তাদের প্রথমবার টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার পেছনে বড় ভুমিকা ছিল নাসুমের। তিন ম্যাচে মোট পাঁচ উইকেট নেন তিনি, রান দেন ওভারপ্রতি ৫.৫৮ করে। সেই পারফরম্যান্সের কারণে ৮৭ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম একশ জনের তালিকায় প্রবেশ করেছেন নাসুম। ৫২৫ রেটিং পয়েন্ট নিয়ে এখন তিনি আছেন ৪৪ নম্বরে। এছাড়াও বোলারদের র্যাঙ্কিংয়ে ২১ ধাপ উন্নতি করেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।...