কটিয়াদীতে সরকারি ব্যানারের ওপর এনজিওর ব্যানার টানিয়ে ফটোসেশন! NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। কিশোরগঞ্জ: কটিয়াদীতে এক সরকারি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বক্তব্য শেষ হতে না হতেই সরকারি ব্যানারের ওপর একটি এনজিওর ব্যানার টানিয়ে ফটোসেশন করার ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটে মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে, জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায়। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।অনুষ্ঠান শেষে দেখা যায়, ইউএনওর বক্তব্য শেষ না হতেই সরকারি ব্যানারের উপর দ্রুত একটি এনজিওর ব্যানার টানিয়ে ফটোসেশন শুরু হয়। এতে উপস্থিত অতিথি অনেকে বিস্ময় প্রকাশ করেন।এ বিষয়ে জানতে...