বগুড়া: শাজাহানপুরে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (০৮ অক্টোবর) শাজাহানপুর থানাধীন ১৩ নং ওয়ার্ডের ফুলদিঘী মধ্যপাড়া এলাকার মোস্তাক ভ্যারাইটিস স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার বয়রাদিঘী গ্রামের আলিম উদ্দিনের ছেলে মোঃ মানিক (৩৫)।জানা যায়, বুধবার সকালে উপজেলার কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ আল মাহমুদ সঙ্গীয় অফিসার ও চৌকস ফোর্সের সহায়তায় উক্ত এলাকায় অভিযান চালিয়ে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলাম জানান, আটক মানিকের কাছ থেকে বিপুল সংখ্যাক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মানিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।নিউজজি/এসডি বগুড়া: শাজাহানপুরে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক...