বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ ময়মনসিংহের হালুয়াঘাটে ‘দুর্গাপুজা পুনর্মিলনী’র আয়োজন করেছেন। পুনর্মিলনী অনুষ্ঠানে হালুয়াঘাটের হিন্দু ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও উপজেলা, ইউনিয়ন, পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।বুধবার (০৮ অক্টোবর) সকল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়িতে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দুর্গাপুজা পুনর্মিলনী’র এই ব্যতিক্রমী আয়োজনে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি ও নেতারা এমরান সালেহ প্রিন্সের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে তাদের কুশলাদি জিজ্ঞাসা করেন প্রিন্স।এ সময় শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। গান, নাচ, আবৃত্তির সঙ্গে চলে আগত অতিথিদের শুভেচ্ছা বিনিময় এবং ফাঁকে ফাঁকে চলে শুভেচ্ছা বক্তব্য। পৌর বিএনপির সদস্য উত্তম কুমার সরকার বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হালুয়াঘাট পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক জয়দেব দত্ত,...