আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে জবিতে শিবিরের দোয়া মাহফিল NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। জবি:বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।মঙ্গলবার (৭ অক্টোবর) ‘নিপীড়নবিরোধী দিবস’ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত এ আয়োজনে আবরারের রুহের মাগফিরাত কামনা করা হয়।শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ তাঁর বক্তব্যে বলেন, “আবরার ফাহাদ তার সাহসী সংগ্রামের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা ও মুসলিম জাতীয়তাবাদ প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার আত্মত্যাগ আমাদের জন্য এক অমূল্য সম্পদ।”তিনি আরও বলেন, আবরারের দেশপ্রেম ও সংগ্রামী মনোভাব আগামী প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা জোগাবে। আমরা যদি তার মতো সাহসিকতা ও সততার পথে চলি, তবে জাতির সঠিক দিকনির্দেশনায় ভূমিকা...