ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যাধুনিক নাভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন। প্রায় ১৯ হাজার ৬৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিমানবন্দর মুম্বাই, পুনে ও কোকণ অঞ্চলের ব্যবসা ও পর্যটনে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনের আগে মোদী বিমানবন্দরটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে বলেন, প্রতীক্ষার অবসান ঘটলো। এই বিমানবন্দর আকাশপথে যাত্রার সংজ্ঞা বদলে দেবে, মহারাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত করবে এবং ভারতকে বিশ্বের সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত করবে। এই বিমানবন্দরটি প্রথম পর্যায়ে প্রতি বছর ২ কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা নিয়ে চালু হচ্ছে। এর মাধ্যমে শুধু দ্রুত যাতায়াতই সম্ভব হবে না,...