চুয়াডাঙ্গায় এক গানের শিক্ষিকাকে বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার তিনটি কক্ষের আসবাব ভেঙে ফেলা হয়। ঘরে চাল-ডাল ছিটিয়ে দেওয়া হয় মাটিতে। ভুক্তভোগী পরিবারের দাবি, এটি ছিল রাজনৈতিক প্রভাব দেখানোর এক পরিকল্পিত হামলা। তবে পুলিশ বলছে, আইনি প্রক্রিয়া মেনেই তাকে গ্রেফতার করা হয়েছে। ওই শিক্ষিকা ও তার পরিবারের অভিযোগ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ তাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছে। পরে পুলিশের সঙ্গে আঁতাত করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাকে গ্রেফতার করিয়েছে। ওই শিক্ষিকা দর্শনা গার্লস হাই স্কুল ও পূর্ব রামনগর বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক হিসেবে কর্মরত এবং সম্প্রতি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৭টার দিকে দর্শনা থানা পুলিশ শিক্ষিকার বাড়ি থেকে তাকে...