মিয়ানমারের সাগাইং অঞ্চলে সামরিক জান্তার এক বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে বৌদ্ধ ধর্মালম্বীদের এক উৎসব উপলক্ষে জড়ো হওয়া বেসামরিকদের ওপর প্যারামোটর (মোটরচালিত প্যারাগ্লাইডার) থেকে বিস্ফোরক নিক্ষেপ করে সেনারা। এটিকে দেশটির ক্রমবর্ধমান গৃহযুদ্ধের নতুন রূপ বলেই মনে করছেন বিশ্লেষকেরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এক প্রত্যক্ষদর্শী ৩০ বছর বয়সী বিক্ষোভকারী বলেন, আমি আকাশে ফ্যানের মতো শব্দ শুনে তাকাই, তারপরই বিস্ফোরণ ঘটে। আমি ছিটকে পড়ি। প্রথমে ভেবেছিলাম আমার পা নেই, পরে দেখি এখনও তা ঠিক আছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতীয় ঐক্য সরকার (এনইউজি) এবং স্থানীয় সশস্ত্র প্রতিরোধ সংগঠনগুলোর বরাতে জানা গেছে, এই হামলায় অন্তত ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। চাউং-উ টাউনশিপে স্থানীয় বাসিন্দারা রাত ৮টার দিকে একটি মাঠে উৎসব করছিলেন।...