ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পর প্রথমবারের মতো মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকলেও অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন শুভমান গিল। মুম্বাইয়ের সিয়েটের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদানের অনুষ্ঠানে এ নিয়ে মুখ খোলেন রোহিত। গত মঙ্গলবার (৭ অক্টোবর) মুম্বাইয়ে সিয়েট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডসের ২৭তম আসরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য বিশেষ স্মৃতিচিহ্ন দিয়ে সম্মানিত করা হয় ৩৮ বছর বয়সী তারকা রোহিত শর্মাকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, “আমি ব্যক্তিগতভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে ভালোবাসি। তাদের দেশে ক্রিকেট খেলা বেশ চ্যালেঞ্জিং। সেখানকার মানুষ খেলাটা ভালোবাসে। তবে যতবারই আমরা অস্ট্রেলিয়ার মুখোমুখি হই, সেটা এক নতুন চ্যালেঞ্জ। সেখানে বেশ কয়েকবার গিয়েছি, তাই এখন বুঝি কী প্রত্যাশা করা যায়। আশা করছি আমরা সেখানে ভালো করব।” অধিনায়কত্ব হারিয়ে কোনো সরাসরি মন্তব্য না করলেও আসন্ন...