প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে নির্মিত ১০০টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে। প্রতিষ্ঠানটির প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু জানান, চলতি সপ্তাহে রুবেল হাসান পরিচালিত ‘স্পাই লাভ’ নাটকটির মাধ্যমে কোটি ভিউয়ের সেঞ্চুরি অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় এই প্রযোজনা প্রতিষ্ঠানটি। এর জন্য তিনি ধন্যবাদ জানান দর্শকদের আর কৃতজ্ঞতা প্রকাশ করেন নাটক ইন্ডাস্ট্রির সকলের প্রতি। কারণ এই ১০০ নাটকের সঙ্গে জড়িয়ে আছে ইন্ডাস্ট্রির প্রায় সকল শিল্পী-কুশলী।আরো পড়ুন:ছবি ও ভিডিও বিকৃতি নিয়ে সোচ্চার মেহজাবীনঅস্ট্রেলিয়ায় ‘ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে’ বাংলাদেশ এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, “সিএমভি সৌভাগ্যবান এমন একটি দারুণ খবর সবাইকে জানাতে পেরে। এটা আমাদের দীর্ঘ শ্রম, মেধা ও ভালোবাসার গল্প। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই দর্শক, সমালোচক, গণমাধ্যমকর্মী ও নাটকের সঙ্গে জড়িত সকল কলাকুশলীদের প্রতি। সবার সম্মিলিত প্রচেষ্টা ফসল এই কোটি ভিউয়ের শতক অর্জন। এই...