অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘মা ইলিশ রক্ষায় ২২ দিনের মাছ ধরা বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে গেল বছর ইলিশের উৎপাদন ৫২ শতাংশ বেড়েছিল। তবে পরবর্তীতে প্রাকৃতিক কিছু কারণে এর সংকট দেখা দেয়।’ বুধবার দুপুরে সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্ভোধন শেষে গণমাধ্যমকে এ কথা বলেন ফরিদা আখতার। ল্যাবরেটরি পরিদর্শন শেষে সন্তোষ জানিয়ে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘আমাদের যে সুযোগ-সুবিধা আছে তা কাজে লাগানো গেলে দেশের খামারিরা তাদের গো-প্রজননের ক্ষেত্রে বড় সেবা পাবে। এর মাধ্যমে উন্নত ও সংকর প্রজাতীর মাধ্যমে গো-মাংশ ও দুগ্ধ উৎপাদন বাড়বে।’ এসময় ইলিশ নিয়ে উপদেষ্টা ফরিদা আখাতার বলেন, ‘মা ইলিশ রক্ষায় ২২ দিনের মাছ ধরা বন্ধের সিদ্ধান্ত সবার সম্মিলিত মতামত ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে। তবে মৌসুম...