০৮ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৩:২৫ পিএম ভারতে আবারও শিশু মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি স্থানীয় ওষুধ কোম্পানির তৈরি কাশির সিরাপ সেবনের পর ১ থেকে ৫ বছর বয়সী অন্তত ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে, কারণ ভারতের তৈরি কাশির সিরাপ নিয়ে আগেও একাধিক দেশে ভয়াবহ মৃত্যুর ঘটনা ঘটেছিল। গত সেপ্টেম্বর মাসে ভারতের শ্রেসান ফার্মাসিউটিক্যালস নামের একটি ওষুধ কোম্পানির তৈরি ‘কোল্ডরিফ’ নামের কাশির সিরাপ খাওয়ার পর এই শিশুমৃত্যুর ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা যায়, সিরাপে ব্যবহৃত এক ধরনের বিষাক্ত রাসায়নিক উপাদান ডিয়েথিলিন গ্লাইকোল (Diethylene Glycol) নির্ধারিত মাত্রার চেয়ে বহু গুণ বেশি ছিল। সাধারণত এই উপাদানটি সীমিত পরিমাণে ব্যবহার করা হয় ওষুধের তরলতা বজায় রাখতে, কিন্তু মাত্রা...