স্বর্ণের দাম প্রথমবারের মতো বুধবার (৮ অক্টোবর) আউন্সপ্রতি চার হাজার ডলার ছাড়িয়ে গেছে। লন্ডন সময় সকাল ৮টা ২০ মিনিটে স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় চার হাজার ৩৯ দশমিক ১০ ডলারে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেশি। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচারস স্বর্ণের দামও ১ দশমিক ৪ শতাংশ বেড়ে হয় চার হাজার ৬১ দশমিক ৮০ ডলার।স্বর্ণের পাশাপাশি রুপার দামও ২ শতাংশ বেড়ে ৪৮ দশমিক ৭৬ ডলার হয়, যা এর সর্বোচ্চ রেকর্ড ৪৯ দশমিক ৫১ ডলারের কাছাকাছি। বিশ্বব্যাপী অস্থিতিশীল সময়ে স্বর্ণ ঐতিহ্যগতভাবে ‘মূল্য সংরক্ষণের’ মাধ্যম হিসেবে বিবেচিত। ২০২৫ সালে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৪ শতাংশ, ২০২৪ সালে যা ছিল ২৭ শতাংশ। এটি চলতি বছরের সবচেয়ে ভালো পারফর্ম করা সম্পদের মধ্যে অন্যতম, যা শেয়ারবাজার, বিটকয়েন ও তেলের চেয়ে...