ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তার সোনালি দিন হারিয়েছে অনেক আগেই। এখন বড় দলগুলোর সঙ্গে নিয়মিতই হারতে হয় তাদের। ভারতের বিপক্ষে সবশেষ আহমেদাবাদ টেস্টে ইনিংস পরাজয় সঙ্গী হয়েছে ক্যারিবীয়দের। নিজেদের এই বাজে পারফরম্যান্সের পেছনে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক রস্টন চেজ দায়ী করেছেন, ক্যারিবীয় অঞ্চলের ক্রিকেটে অবকাঠামোগত সমস্যা ও আর্থিক সংকটকে। এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কৌশল ও পরিচালনা কমিটিতেও, যেখানে লারা ও চেজ দুজনেই সদস্য। লারা মানছেন, অর্থ ও প্রযুক্তিগত ঘাটতি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলে। তবে খেলোয়াড়দের মধ্যে দেশের হয়ে খেলার আবেগ ও ভালোবাসার ঘাটতিকেই প্রধান সমস্যা মনে করছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বেশিরভাগ ক্রিকেটার দেশের চিন্তা না করে অর্থের ঝনঝনানি শুনে ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটকে প্রাধান্য দিয়ে থাকে। ক্যারিবীয় কিংবদন্তি বলেন, ‘৩০-৪০ বছর আগে আমাদেরও ভালো সুবিধা বা আধুনিক প্রযুক্তি ছিল...