ন্যানো বানানা, গুগলের এআই চ্যাটবট জিমিনের নতুন টুল। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে ন্যানো বানানা দিয়ে তৈরি ছবি। একজনের দেখাদেখি অন্যজনও এসব ট্রেন্ডিং ছবি বানাচ্ছেন নিজের। তারপর ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। যদি এমন হয় যে আপনি এখনো অন্যদের মতো পার্ফেক্ট ছবি বানাতে পারছেন না। তাহলে গুগলের টিপসগুলো অনুসরণ করুন। গুগল নিজেই দেখিয়ে দিচ্ছে এই ছবি বানানোর পদ্ধতি। গুগল নিজে শেয়ার করেছে বেশ কিছু টিপস। গুগলের জেমিনি অ্যাপে ন্যানো বানানা এআই টুল রয়েছে, যা মুহূর্তের মধ্যে ছবি তৈরি এবং এডিট করতে পারে। এটি কয়েকদিন ধরে ট্রেন্ডিং করছে, লোকেরা এর দ্বারা তৈরি ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে। কেউ কেউ শাড়িতে রেট্রো ছবি তৈরি করতে এটি ব্যবহার করছে, আবার কেউ কেউ তাদের নিজস্ব থ্রিডি মূর্তি তৈরি করছে। এখন গুগল...