দ্রোহের কবি হিসেবেই বেশি চিনি তাকে। তিনি ডেকেছেন যুবককে, শুনিয়েছেন যৌবনের গান, জানিয়েছেন সংসারের ইচ্ছের ধ্বনি, খুব ক্ষেপে গিয়ে দিয়েছেন রাষ্ট্রকেই গালাগাল। তার লেখায় জেগেছে শব্দরা, গড়েছে শক্তিশালী প্রতিধ্বনী। তাইতো আজও আন্দোলন সংগ্রামে তারই পঙক্তি স্লোগান হয়ে ওঠে। ভাষণে ভাষণে ভাসে—‘এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়,/এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়...’। তিনি আর কেউ নন, অতি বরেণ্য, শ্রদ্ধেয় কবি হেলাল হাফিজ। কবি হেলাল হাফিজের লেখা খুব অল্প সংখ্যক কবিতার মাঝে ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র মতো অজস্র পঙক্তি আলোচিত। তিনি মানবতার কবি বলেও পরিচিত। মানবতার ডাকে তিনি বলেছিলেন, ‘নিউট্রন বোমা বোঝ/মানুষ বোঝ না !’ আর তার জীবনজুড়ে তো ছুঁয়ে আছে প্রেম! সব মিলিয়ে তার কবিতা কখনও মিছিলের হাতিয়ার, কখনও প্রেমের নিবেদন, আবার কখনও মানুষের প্রতি নিঃশেষ আস্থার প্রকাশ। তিনি...