দক্ষিণ এশিয়া অঞ্চলের কূটনীতি ও আঞ্চলিক নীতির দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক পল কাপুর। মার্কিন সিনেট তাঁকে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। তিনি ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হলেন। এর আগে এই দায়িত্বে ছিলেন ডোনাল্ড লু। তিনি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক তদারক করতেন। তাঁর বিদায়ের পর গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাপুরের নাম প্রস্তাব করেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে কাপুরের নাম চূড়ান্ত হয়। কমিটির অনুমোদনসূচী তালিকায় তিনি ছিলেন ১০৭ জন মনোনীত প্রার্থীর একজন। দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের কূটনৈতিক দায়িত্বে এর আগে ছিলেন নিশা বিসওয়াল। তিনিও ভারতীয় বংশোদ্ভূত। এবার পল কাপুর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া নীতিতে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত দিলেন। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, পরমাণু নীতি...