প্রথমবার সাইফ হাসানকে নিয়ে আফগানদের বিপক্ষে ওয়ানডে দল সাজিয়েছে বাংলাদেশ। এবার পালা ওয়ানডেতে তাকে লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে দেখার। টি-টুয়েন্টিতে ধারাবাহিক ব্যাটে ভালো করছেন সাইফ। এশিয়া কাপে তার ব্যাটে এসেছিল টাইগারদের মধ্যে সবচেয়ে বেশি রান। আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টির তিন ম্যাচের সিরিজে সবকটিতে জিতেছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় ৬টায় ওয়ানডে সিরিজে নামবে বাংলাদেশ, আফগানিস্তানের বিপক্ষে। আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা। ম্যাচে অভিষেক হতে পারে ফর্মে থাকা সাইফের। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ভালো সময় পার করছে না টাইগার দল। ৫০ ওভারের ক্রিকেটে সবশেষ পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজের চারটি হেরেছে বাংলাদেশ। ছন্দহীন দলে ব্যাট হাতে নিজেকে রাঙ্গাতে পারেন ছোটো সংস্করণের ক্রিকেটে ছন্দে থাকা ব্যাটিং-অলরাউন্ডার সাইফ। সুযোগ হাতছানি তার সামনে। ২৬ বর্ষী সাইফ টি-টুয়েন্টিতে সম্প্রতি তিনটি অর্ধশতকের ইনিংস খেলেছেন। শেষ...