নিজস্ব প্রতিবেদক : নখ কেটে সাধারণত আমরা ফেলে দেই। কিন্তু চীনে সেই কাটা নখই বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২১ ডলারে!অবাক করা এই বাস্তবতা জানাচ্ছে দেশটির স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। চীনের প্রাচীন ভেষজ চিকিৎসায় মানবনখকে বিশেষ উপাদান হিসেবে ব্যবহার করা হয়। বিশেষ করে শিশুদের পেটের সমস্যা, টনসিল কিংবা নানা হজম সংক্রান্ত রোগের চিকিৎসায় নখের গুঁড়া কার্যকর বলে বিশ্বাস করে দেশটির ঐতিহ্যবাহী চিকিৎসাশাস্ত্র। স্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো স্কুল ও গ্রামাঞ্চল থেকে কাটা নখ সংগ্রহ করে।এরপর সেগুলো ধুয়ে, শুকিয়ে, জীবাণুমুক্ত করে গুঁড়ো করা হয়—যা পরে ওষুধে মেশানো হয়। বিশেষজ্ঞদের মতে, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে প্রতি বছর গড়ে ১০০ গ্রাম নখ গজায়। এই সীমিত প্রাপ্যতার কারণেই বাজারে এর চাহিদা ও দাম দুটোই বেশি। এক চীনা নারী গণমাধ্যমে জানান, তিনি শৈশব থেকেই অর্থের প্রয়োজনে নিজের...