ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় পায়ের পেশিতে টান লেগেছিল মারুফা আক্তারের। মাঠও ছাড়তে হয়েছিল। শঙ্কা জেগেছিল তাতেই। আপাতত স্বস্তি। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে পাবে বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন গণমাধ্যমকে জানিয়েছেন, স্ক্যান করার প্রয়োজন হয়নি এই টাইগ্রেস পেসারের। চোট শঙ্কাও নেই। মারুফাকে পাওয়ার বিষয়ে শিপন বলেছেন, ‘মারুফা ইংল্যান্ড ম্যাচে শেষদিকে বোলিং করার জন্য প্রস্তুত ছিল। ততক্ষণে তেমন ওভার না থাকায় অধিনায়ক ঝুঁকি নিতে চায়নি। মারুফা পরের ম্যাচে খেলবে। সে ফিট আছে।’ চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দারুণ দুই ইনস্যুইংয়ে নজর কেড়েছিলেন মারুফা। ইংল্যান্ডের সঙ্গেও দেখিয়েছেন দাপট। তবে ওই ম্যাচে চোটে পড়েন টাইগ্রেস বোলার। বোলিং কোটা পূর্ণও করতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে ৩১ রানে ২টি উইকেট নিয়েছিলেন মারুফা। ইংলিশদের বিপক্ষে ছিলেন আরও ধাঁরালো। ২৮ রান খরচায় দুটি উইকেটও...