দীর্ঘ ১৮টি টি-টোয়েন্টি ম্যাচের পর আবারও ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সর্বশেষ ৮ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলার পর টাইগাররা টানা চারটি দ্বিপক্ষীয় সিরিজ ও এশিয়া কাপ মিলিয়ে মোট ১৮টি সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ খেলেছে। বুধবার (৮ অক্টোবর) থেকে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের মুখোমুখি হবে। ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য শুধু জয়ের নয়, র্যাঙ্কিংয়ের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে দশম স্থানে, আর আফগানিস্তান সপ্তম। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল। তাই এই সিরিজে জয়ের মাধ্যমে অন্তত দুই ধাপ উন্নতি করাই টাইগারদের মূল লক্ষ্য। সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ওয়ানডে ম্যাচগুলো আমরা অনেক লম্বা বিরতির পর খেলছি। ব্যাক টু ব্যাক...