বাংলাদেশের অর্থনীতি আজ এক ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে আছে। আমরা আর শুধু কৃষিনির্ভর দেশের গণ্ডিতে আটকে নেই; বরং রপ্তানিমুখী, বিনিয়োগনির্ভর ও বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত এক সম্ভাবনাময় জাতিতে পরিণত হচ্ছি। মাথাপিছু আয় বেড়েছে, দারিদ্র্য কমেছে, অবকাঠামোগত উন্নয়ন ঘটছে। কিন্তু এই আশাব্যঞ্জক চিত্রের মাঝেও একটি মৌলিক সংকট ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে—আমাদের শ্রমবাজারে কাজের সুযোগ থাকলেও দক্ষতার ঘাটতির কারণে তরুণরা সেই সুযোগ কাজে লাগাতে পারছে না। তাই বলা যায়, আজকের বাংলাদেশে আসল সংকট বেকারত্ব নয়, বরং দক্ষতাহীনতা। প্রতি বছর প্রায় ২০ থেকে ২২ লাখ নতুন কর্মশক্তি বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করে। সরকারি হিসেবে বেকারত্বের হার মাত্র ৪-৫ শতাংশ হলেও বাস্তবে ছবিটা ভিন্ন। অনেক তরুণ কাজ খুঁজে পেলেও তারা নিজেদের যোগ্যতার সঙ্গে মানানসই কর্মক্ষেত্র খুঁজে পান না। আবার অনেকে আংশিক কর্মসংস্থানে যুক্ত থাকে, যাকে বলা...