সার্চে থাকা এআই মোড ফিচারটি এখন আগের তুলনায় আরও বেশি ভাষায় ও দেশে ব্যবহারের সুযোগ দিচ্ছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। মার্চে ‘এআই মোড’ ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করেছিল গুগল। এরপর থেকে কোম্পানিটি খুব দ্রুত ফিচারটির ব্যবহার বাড়াচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। গুগল বলেছে, আরও ৪০টি নতুন দেশে চালুর পাশাপাশি এখন থেকে ৩৫টি নতুন ভাষায় ব্যবহার করা যাবে সার্চের ভেতরে থাকা এআই চ্যাটবটটি। নতুন ভাষার মধ্যে রয়েছে– আরবি, চীনা, ফরাসি, জার্মান, রুশ, থাই, ভিয়েতনামি, মালয় এবং আরও অনেক ভাষা। কোম্পানিটি বলেছে, সার্চের জন্য তাদের বিশেষ জেমিনাই এআই মডেলের উন্নত যুক্তি ও মাল্টিমোডাল এখন স্থানীয় ভাষার সূক্ষ্মতা ভালোভাবে বুঝতে পারে। ফলে সার্চের বিভিন্ন প্রশ্নকে ফিচারটি ভুল বোঝে না ও এর অস্বাভাবিক উত্তরও দেয় না। মে মাসে পরীক্ষামূলকভাবে চালুর দুই মাস...