দক্ষিণ এশিয়ার কূটনীতি সামলাতে পল কাপুরকে এ অঞ্চলের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে ডোনাল্ড লু’র স্থলাভিষিক্ত হচ্ছেন এই ভারতীয় বংশোদ্ভূত। এর আগে এই পদে ছিলেন ডোনাল্ড লু।তার বিদায়ে গত ফেব্রুয়ারিতে এ দায়িত্বের জন্য পল কাপুরকে মনোনীত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৭ অক্টোবর) তা অনুমোদন করে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি। সেখানে পল কাপুর ছিলেন ১০৭ জন মনোনীত ব্যক্তির একজন। মূলত যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের কারণেই পদ থেকে সরে যেতে হয় ডোনাল্ড লু-কে। তিনি জো বাইডেনের সময় নিয়োগ পেয়েছিলেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো মার্কিন পররাষ্ট্রনীতি এবং আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে মার্কিন সম্পর্ক নিয়ে কাজ করে। পল কাপুর ভারত ও পাকিস্তান বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি...