চারপাশে ছড়িয়ে আছে সাদা কাশফুল, স্বচ্ছ পানি আর নীল আকাশে সাদা মেঘের ভেলা—সব মিলিয়ে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। যা দেখলে মনের মধ্যে শান্তি মেলে। এ অপার সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। মনোমুগ্ধকর এমন দৃশ্যের দেখা মিলবে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে। ছোট্ট সেতু পার হলেই যেন স্বপ্নজগতের দরজা খুলে যায়। ব্রহ্মপুত্রের পাড় ঘেঁষে জেগে ওঠা বিস্তীর্ণ বালুচরে প্রকৃতি নিজ হাতে আঁকছে অনবদ্য চিত্রপট। প্রায় এক কিলোমিটারজুড়ে কাশফুলের ঢেউ দেখে দূর থেকে মনে হয়, বালুচরের বুকজুড়ে প্রকৃতি যেন নিজ হাতে বিছিয়ে দিয়েছে শুভ্র চাদর। হালকা বাতাসে দুলতে থাকা ফুলগুলো যেন বাতাসেই গান গায়—দেখতে নয়, অনুভব করতেও বাধ্য করে। ব্রহ্মপুত্রের এ অংশে প্রবল পানিপ্রবাহ নেই। নদের তীরে সৃষ্টি হয়েছে বালুচর। স্বাভাবিকভাবে এ...