ঝালকাঠি জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা, পুরস্কার ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে 'আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি' - এই প্রতিপাদ্যে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক দিলারা খানমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম এ বায়েজিদ ইবনে আকবর ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাফারহানা ইয়াসমিন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাব প্রতিনিধি ইসমাইল মুসাফির, মধ্যে চাঁদকাঠী মহিলা কল্যাণ সমিতির রোকেয়া বেগম এবং কন্যা শিশুদের প্রতিনিধি হিসেবে কেওড়া কিশোর কিশোরী ক্লাবের মোহনা আক্তার।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, অর্ধেক জনগোষ্ঠীকে দূরে রেখে উন্নয়ন কখনো সম্ভব নয়। নারীরা...