টানা ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন পাঞ্জাবি গায়ক রাজবীর জাওয়ান্ডা। বুধবার (৮ অক্টোবর) মোহালির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। তার বয়স হয়েছিল ৩৫ বছর। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টা ৫৫ মিনিটে হাসপাতাল কর্তৃপক্ষ গায়ক রাজবীরকে মৃত ঘোষণা করেন।আরো পড়ুন:নিষিদ্ধের গুঞ্জনে মুখ খুললেন রাশমিকাদীপাবলিতে মুক্তি পাবে চার সিনেমা গায়ক রাজবীরের মৃত্যুর খবরে শোক প্রকাশ করে মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছেন পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজত সিং বেইনস। তাতে তিনি লেখেন, “বিখ্যাত গায়ক রাজবীর জাওয়ান্ডার অসময়ে চলে যাওয়ার খবরে গভীরভাবে শোকাহত।” গত ২৭ সেপ্টেম্বর মোটরসাইকেল যোগে হিমাচলপ্রদেশের শিমলায় যাচ্ছিলেন সংগীতশিল্পী রাজবীর। হিমাচলপ্রদেশের বাডি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তারপর গুরুতর আহত...