ভারতের বক্স অফিসে ঝড় তুলেছে ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত নতুন কন্নড় সিনেমা ‘কানতারা ২’। ছবিটি মুক্তি পেয়েছে ‘কানতারা: চ্যাপ্টার ১’ নামে। মুক্তির মাত্র পাঁচ দিনেই ছবিটি আয় করেছে ৩০৮ কোটি রুপি। যা চলতি বছরে ভারতীয় সিনেমা হিসেবে অন্যতম সেরা ওপেনিং রেকর্ড হিসেবে ধরা হচ্ছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতের বাইরে সিনেমাটি একই সময়ে আয় করেছে আরও ৬০ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৩৬৮ কোটি রুপি। বলি মুভি রিভিউজ জানায়, মুক্তির প্রথম দিনেই ‘কানতারা ২’ বিশ্বব্যাপী আয় করেছিল ৮৭.৯ কোটি রুপি। দ্বিতীয় দিনে ৬১ কোটি, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনে যথাক্রমে ৮১, ৯১ ও ৪০ কোটি রুপি আয় করেছে ছবিটি। মাত্র পাঁচ দিনেই এই সিনেমা বছরের সর্বোচ্চ আয়কারী কন্নড় ছবি হিসেবে রেকর্ড গড়েছে। পেছনে ফেলেছে আগের হিট ‘সু ফ্রম...