প্রথমবারের মতো ভারত সফর করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। দুই দিনের সফরে ভারতে এসেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি আরও কর্মসূচি রয়েছে তার। এনডিটিভি জানিয়েছে, আজ ৮ অক্টোবর বুধবার সকালে মুম্বাই বিমানবন্দরে নামেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং অজিত পওয়ার। বৃহস্পতিবার মুম্বাইয়ে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন স্টারমার। ওই বৈঠকের পর মোদির সঙ্গে একটি আলোচনাচক্রেও যোগ দেওয়ার কথা রয়েছে স্টারমারের। সেখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বিশেষজ্ঞ এবং উদ্যোক্তাদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।...