বলিউড বাদশাহ শাহরুখ খান। দীর্ঘ কয়েক দশক ধরে তাঁর অসাধারণ অভিনয় জয় করে নিয়েছে কোটি ভক্তের হৃদয়। শাহরুখের ক্যারিয়ার–যাত্রা নিঃসন্দেহে অনুপ্রেরণার। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এমন একজন মানুষ আছেন, যাঁর উপস্থিতিতেই নাকি এই আত্মবিশ্বাসী নায়কও নার্ভাস হয়ে পড়েন? তিনি আর কেউ নন, শাহরুখের স্ত্রী গৌরী খান। ক্যারিয়ারে সাফল্যের সব কৃতিত্ব সব সময় স্ত্রী গৌরী খানকে দিয়েছেন শাহরুখ। বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, গৌরী না থাকলে বলিউডে আজকের অবস্থানে পৌঁছাতে পারতেন না। জীবনটাও এমন গুছানো হতো না। তবে গৌরীর সামনে অভিনয় করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি মনে করেন শাহরুখ। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, গৌরীর সামনে অভিনয় করা তাঁর জন্য সবচেয়ে কঠিন। আজ ৮ অক্টোবর ৫৫ বছরে পা দিয়েছেন গৌরী খান। তাঁর জন্মদিনে জেনে নেওয়া যাক সেই সাক্ষাৎকারে...