আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সেরার পুরস্কার জয়ী নাসুম আহমেদ র্যাঙ্কিংয়েও দিয়েছেন বড় লাফ। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে ৮৭ ধাপ উন্নতি করেছেন বাঁহাতি স্পিনার। ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছেন সাইফ হাসান ও তানজিদ হাসানসহ বাংলাদেশের আরও কয়েকজন। যথারীতি বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় প্রথম একশজনের মধ্যে ঢুকেছেন নাসুম। ৫২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪৪তম স্থানে আছেন তিনি। বোলারদের মধ্যে তানজিম হাসান ৯ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে আছেন। ২১ ধাপ উন্নতি করে শরিফুল ইসলামের অবস্থান রোস্টন চেইসের সঙ্গে যৌথভাবে ৪৯তম। এই সংস্করণের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে দ্বাদশ স্থানে মুস্তাফিজুর রহমান। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ১৮ নম্বরে সাইফ। ধারাবাহিকভাবে উন্নতি করে তালিকায় এখন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে তিনি। এছাড়া তানজিদের (৩৭তম) ৬ ধাপ, পারভেজ হোসেনের (৫৩তম) ১৮ ধাপ ও...