কোটি ভিউয়ের শতক অর্জনের তালিকায় নির্মাতাদের মধ্যে ১৬টি নাটক রয়েছে রুবেল হাসানের, ১২টি নাটক রয়েছেন নির্মাতা জাকারিয়া সৌখিনের, ৮টি করে নাটক রয়েছে মিফতা আনান ও মহিদুল মহিমের। এই তালিকায় আরও রয়েছেন শিহাব শাহীন, তৌফিকুল ইসলাম, ইমরাউল রাফাত, আরিয়ান, মাশরিকুল আলম, প্রবীর রয় চৌধুরী প্রমুখ।এদিকে, অভিনেতা হিসেবে তালিকায় রয়েছেন ১৮টি নাটক নিয়ে জিয়াউল ফারুক অপূর্ব, ২৬টি নাটক নিয়ে ফারহান আহমেদ জোভান, ১৯টি নাটক নিয়ে মুশফিক আর ফারহান এবং তৌসিফ মাহবুবের ১৪টি নাটক। এই তালিকায় আরও আছেন মোশাররফ করিম, আফরান নিশো, ইয়াশ রোহান, নিলয় আলমগীর প্রমুখ।ওদিকে অভিনেত্রী তালিকায় রয়েছেন ১৪টি নাটক নিয়ে মেহজাবীন চৌধুরী, ১৮ নাটক নিয়ে কেয়া পায়েল, ১৬টি নাটক নিয়ে তানজিন তিশা, ১৫টি নাটক নিয়ে তানজিম সাইয়ারা তটিনী এবং ১২টি নাটক নিয়ে নাজনীন নাহার নীহা। একই তালিকায় আরও আছেন সাবিলা...