০৮ অক্টোবর ২০২৫, ০৩:০০ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৩:০৩ পিএম ফিলিস্তিনে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গাজার দিকে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)-র নৌবহরে বুধবার ইসরায়েলি নৌবাহিনী হামলা করে জাহাজ আটক করেছে। ঘটনাস্থল থেকে পাওয়া বার্তা ও সামাজিক মাধ্যমের ভিডিও বার্তার সূত্রে জানা গেছে, বহরের অন্যতম জাহাজ ‘কনশেন্স/কনশানস’-টিতে থাকা বেশ কয়েকশ সাংবাদিক, চিকিৎসক ও কর্মীসহ বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম-ও ওই সময় উপস্থিত ছিলেন। বুধবার (৮ অক্টোবর) বহরের গাজা অভিমুখে সমুদ্রযাত্রায় এফএফসি বলেছে, ইসরায়েলি বাহিনী প্রথমে ‘কনশানস’ জাহাজটিতে হামলা চালায়—যেখানে ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও কর্মী ছিলেন—তার পরে আরও তিনটি ছোট জাহাজে হামলা করে সেগুলো আটক করা হয়। এফএফসি দাবি করেছে, জাহাজগুলো “আক্রমণ ও আটক” করা হয়েছে এবং আটক থাকা যাত্রীদের অবস্থান অজানা। আর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে...