কতিপয় রাজনৈতিক দলের অশুভ উদ্দেশের কারণে অন্তর্বর্তী সরকার জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের ঘোষণা না দিলে জুলাই যোদ্ধাদের সঙ্গে চরম বেঈমানি করা হবে এবং জুলাই সনদ ঘোষণার আগে ‘নির্বাচন’ প্রশ্নবিদ্ধ হবে।বুধবার (০৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক জাগপা আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আসাদুর রহমান এসব কথা বলেন। জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি -১৪ দল নিষিদ্ধ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।আসাদুর রহমান খান বলেন, ভারতীয় আগ্রাসনের কারণে বাংলার মানুষকে বারবার রক্ত দিতে হচ্ছে। অসংখ্য রাজনৈতিক দলের নেতারা পার্শ্ববর্তী একটি দেশের টাকায় একেক সময় একেক কথা বলেন। নির্বাচন ও জুলাই...