নিজস্ব প্রতিবেদক: বছরের শুরু থেকেই শেয়ারবাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছিল। ধারাবাহিক উত্থানের ফলে সেপ্টেম্বর পর্যন্ত ডিএসই সূচক ৫ হাজার ৫০০ পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল এবং দৈনিক লেনদেন ১৫০০ কোটি টাকার ওপর পৌঁছেছিল। শেয়ারবাজারে ধারাবাহিক ইতিবাচক অবস্থার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিতর্কিত একটি চিঠি বাজারে হঠাৎ পতনের কারণ হয়ে দাঁড়ায়। যদিও পরবর্তীতে বিষয়টি সমাধান হয় এবং বাজার কিছুটা স্থিতিশীলতা ফিরে পায়, কিন্তু সাম্প্রতিক কার্যদিবসগুলোতে বাজারে আবারও অস্বাভাবিক ওঠাপড়া লক্ষ্য করা যাচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে সন্দেহ ও দ্বিধা তৈরি করছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রায় প্রতিদিনই দিনের শুরুতে লেনদেন কিছুটা ইতিবাচক থাকলেও মধ্যাহ্নের পর টানা পতন ঘটে, যা বিনিয়োগকারীদের মধ্যে তীব্র শঙ্কা তৈরি করেছে। গত তিন কার্যদিবসে ডিএসই সূচক মোট ১১০ পয়েন্ট কমেছে, যার মধ্যে রোববার ২৪ পয়েন্ট, মঙ্গলবার সাড়ে ৪৬ পয়েন্ট...