সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে ঢাকার ক্লাব পরিচালনার দায়িত্বে থাকা সংগঠকদের বড় একটি অংশের মধ্যে। অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কটের পর এবার ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। বুধবার (৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি নির্বাচন বয়কট করা ক্লাব সংগঠকদের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে। বিদ্রোহী ক্লাবগুলোর পক্ষে এই ঘোষণা দেন মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। গত শনিবার ক্লাব নির্বাচন পেছানোসহ তিনটি শর্ত জানিয়েছিলেন বিদ্রোহী সংগঠকরা। একই দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছেও স্মারকলিপি পাঠানো হয়েছিল। তাদের দাবি ছিল–বিসিবি’র বর্তমান (বিগত) নির্বাহী পর্ষদের সময় বাড়িয়ে নির্বাচনের পুনঃতফসিল, বিকল্প হিসেবে অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব দেওয়া ও পুনঃনির্ধারিত সময়ে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ করা। কিন্তু, তাদের হুমকি সত্ত্বেও গত ৬ অক্টোবর বিসিবির নির্বাচন...