বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে গত ১৭ বছরের সব শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন সহায়তা দেওয়া হবে। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যেই শহীদ ও আহত পরিবারের জন্য নিজ ফান্ড থেকে সহায়তার উদ্যোগ নিয়েছেন,পরবর্তী সরকার গঠনের পর এ উদ্যোগ আরও বিস্তৃত করা হবে। বুধবার (৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘২৪ জুলাই যোদ্ধা আন্দোলন কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুদু বলেন, বিএনপি এখনো পর্যন্ত ক্ষমতায় যায়নি, বিএনপি এখন ক্ষমতায়ও নেই, এমপি পদে নেই, সরকার নেই, তাহলে ব্যর্থতার দায় বিএনপির কেন? দেশে যা কিছু ঘটছে তার দায় বিএনপির ঘাড়ে চাপানো অনুচিত। দেশে একটি সরকার আছে, সে জায়গাটাতেই নজর দিতে হবে। তিনি তারেক রহমানের সাম্প্রতিক বিবিসি সাক্ষাৎকারের প্রশংসা...